জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোওয়ারী বলেছেন, শেখ হাসিনার সময়ে সংসদে জাতীয় পার্টি ছিল গৃহপালিত দল, বিএনপি ছিল সেমি-গৃহপালিত। বিএনপির ব্যর্থতার কারণে দুই হাজার ভাইকে শহীদ হতে দেখেছি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত মিছিল করেন নাগরিক পার্টির নেতাকর্মীরা।
প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে নাসীরুদ্দীন বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আমাদের সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে (নিউইয়র্কে) নিয়ে গিয়েছেন; লীগের সামনে গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছেন। এটা ইউনূসের জন্য লজ্জার। এর জন্য পররাষ্ট্র মন্ত্রণায়লকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে।
তিনি বলেন, সিভিল প্রশাসন, সেনাবাহিনী ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থা থেকে আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের অপসারণ করতে হবে। নইলে সরকার কতদিন টিকবে নিশ্চয়তা দিতে পারি না।
এনসিপির এই নেতা আরও বলেন, যখন জামায়াতে ইসলামীকে অলিতে-গলিতে ‘রাজাকার’, ‘পাকিস্তানি’ ট্যাগ দিয়ে পেটানো হয়েছে, তখন আমরা তাদের জন্য দাঁড়িয়েছিলাম। আজ দেখতে পাচ্ছি, অভ্যুত্থানের নেতৃবৃন্দের ওপর হামলা হচ্ছে, অলিগলিতে আওয়ামী লীগ ঘুরছে; অথচ তারা মুখে কুলুপ এঁটে ঘুরছে।
নির্বাচন কমিশন থেকে শাপলা প্রতীক না পাওয়ায় ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন নাসীরুদ্দীন পাটোওয়ারী। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা নিবন্ধন কর্মসূচির সব কার্যক্রম সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনকে বলেছি, শাপলা প্রতীক পেতে আমাদের কোনো আইনি বাধা আছে? তারা বলেছে, কোনো বাধা নেই। কিন্তু কেন প্রতীক পাব না, এ বিষয়ে তারা কুলুপ এঁটেছে। আমরা সব জায়গায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।
নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দল ও বিভিন্ন অ্যাম্বাসির হয়ে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে বলব, আমরা আপনাদের অধিকারের জন্য দাঁড়িয়েছিলাম। কিন্তু যখন নির্বাচন কমিশন একটি দল ও বিভিন্ন অ্যাম্বাসির হয়ে কাজ করছে; আমাদের অধিকার হরণ করছে, আপনারা আমাদের পক্ষে দাঁড়াবেন। যদি পক্ষে না দাঁড়ান, অধিকার কীভাবে আদায় করতে হয়, তা আমরা রাজপথে ভবিষ্যতে আদায় করে নেব।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, জামায়াতসহ অন্যান্য দল যে নিশ্চুপ ভূমিকা পালন করছে, এটি ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি বলেন, আর্মির মধ্যে যারা শেখ হাসিনার অধীনে কাজ করে অসংখ্য ভাইকে খুন করেছে, গুম করেছে; সেনাপ্রধান গুম এবং খুনের মামলা থেকে তাদের বের করার জন্য অ্যাম্বাসিসহ প্রত্যেক জায়গায় ধরনা দিচ্ছেন। যারা গুম-খুনে জড়িত ছিল, আইসিটি ট্রাইবুনাল থেকে একটা লোকও নিস্তার পাবে না।
নাসীরুদ্দীন বলেন, সংসদে জাতীয় পার্টি ছিল গৃহপালিত দল, সেমি-গৃহপালিত দল ছিল বিএনপি। তাদের ব্যর্থতার কারণে আমাদের দুই হাজার ভাইকে শহীদ হতে দেখেছি। বিএনপিকে হুশে ফিরতে আহবান জানাচ্ছি। বর্তমানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপি, আর্মির কতিপয় কর্মকর্তা বিভিন্ন অ্যাম্বাসির যোগসাজশে ও ভারতীয় দূতাবাস এক হয়ে এক অক্ষে অবস্থান করছে।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বক্তব্য রাখেন।
এফএইচ/এমজেএফ