বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কোরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠায় যুবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ৯০ শতাংশ মুসলমানের দেশ।
গতকাল সোমবার রাজধানীর মিরপুর ১৩ নম্বরের এক পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন। ঢাকা-১৫ আসনের কাফরুল উত্তর থানার উদ্যোগে পথসভাটি আয়োজিত হয়।
শফিকুর রহমান আরো বলেন, ‘আজ আমাদের সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি ও অন্যায় ছড়িয়ে পড়েছে, কারণ আমরা আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আদেশ অমান্য করছি। নামাজে শান্তি পাই, কিন্তু বাইরে গিয়ে সেই শান্তি হারিয়ে ফেলি।
কারণ সমাজজীবনে, রাষ্ট্রজীবনে এমনকি পারিবারিক জীবনে আমরা আল্লাহর কিতাব ও রাসুল (সা.)-এর সুন্নাহকে অনুসরণ করি না। ’
তিনি বলেন, এই দুনিয়ার শান্তি, ন্যায় ও নিরাপত্তা একমাত্র আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের মাধ্যমেই প্রতিষ্ঠা করা সম্ভব। মানুষ যতক্ষণ কোরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহর পথে না ফেরে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুক্তি ও সম্মান লাভ সম্ভব নয়। জামায়াতের আমির বলেন, ‘রাসুল (সা.)-এর ২৩ বছরের নবুয়তি জীবনের বেশির ভাগ সময় মাঠে-ময়দানে সংগ্রাম করেছেন।
তিনিই আমাদের দেখিয়ে দিয়েছেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠা সংগ্রাম ছাড়া সম্ভব নয়। আগামী দিনে কোরআন ও সুন্নাহর শাসন প্রতিষ্ঠাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। ’
সৌজন্যে: কালের কণ্ঠ