ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নিজ এলাকার জনতার মুখোমুখি হবেন মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
নিজ এলাকার জনতার মুখোমুখি হবেন মাশরাফি ফাইল ছবি

নড়াইল: নিজ এলাকার উন্নয়নসহ সার্বিক বিষয়ে জনতার মুখোমুখি হবেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

এলাকার উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে জনগণের প্রশ্নের জবাব দেবেন তিনি।

আলোচনা ও পরামর্শ দিবেন এলাকার সার্বিক বিষয় নিয়ে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এলাকার নানা সমালোচনার জবাবও দেবেন এই সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর প্রথম মুখোমখি অনুষ্ঠানটি হবে নড়াইল সদরের হবখালী ইউনিয়নে। হাড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় এই আয়োজন করেছে হবখালী ইউনিয়ন পরিষদ।

এরপর ২২ ডিসেম্বর বৃহস্পতিবার লোহাগড়ার কোটাকোল ইউনিয়নের কোটাকোল মাদরাসা মাঠে ওই ইউনিয়নের বাসিন্দার মুখোমুখি হবেন তিনি।

পরদিন (শুক্রবার, ২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাশরাফি ও জনতার সংলাপ অনুষ্ঠিত হবে।

 স্থানীয় রাজনীতি সচেতন মানুষদের ধারণা, নড়াইলের জনপ্রিয় এই সংসদ সদস্য প্রথমবারের মতো জনতার মুখোমুখি দাঁড়ানোর যে কর্মসূচি পালন করবেন তা রাজনীতিতে জবাবদিহিতা ফিরিয়ে আনবে।

পর্যায়ক্রমে নড়াইল-০২ আসনের ২০টি ইউনিয়নে একই ধরনের কর্মসূচি পালন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২২
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ