ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা অপরিহার্য, ওবায়দুল কাদের সুদক্ষ: বাবলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
শেখ হাসিনা অপরিহার্য, ওবায়দুল কাদের সুদক্ষ: বাবলা

ঢাকা: মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও দেশের উন্নয়ন-অগ্রগতির নেতৃত্ব দিতে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা- ৪ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দ আবু হোসেন বাবলা।

আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তিনি এ কথা বলেন।

এছাড়া আওয়ামী লীগের মতো বৃহৎ দল পরিচালনার ক্ষেত্রে ওবায়দুল কাদেরের মতো সুদক্ষ নেতা আবারো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানান তিনি।  

শনিবার (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হওয়ায় এক বিবৃতিতে বাবলা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় এমপি বাবলা বলেন, শেখ হাসিনা জাতির পিতার কন্যা, আমার কাছে এটিই তার সব চেয়ে বড় পরিচয়। আমি বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে ক্ষুধা দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার সংগ্রাম আরও জোরদার হবে। আর আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের সব রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী সব অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবেন।

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পার্টির পক্ষ থেকে অংশ নেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২ 
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।