ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে: অলি আহমদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে: অলি আহমদ

ঢাকা: প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ।

রোববার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, প্রশাসন হলো জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা/কর্মচারীদের ভরণপোষণ, বেতন-ভাতা জনগণই বহন করে। তাদের টাকায় সরকারি কর্মকর্তা/কর্মচারীরা পালিত হয়। বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে কর্নেল অলি বলেন, বর্তমান স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করছে। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।