ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মানুষ ভোট দেওয়ার অধিকার পেলে ২০টি আসনও পাবে না আ.লীগ: বুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
মানুষ ভোট দেওয়ার অধিকার পেলে ২০টি আসনও পাবে না আ.লীগ: বুলু

রংপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দিনের ভোট রাতে নিয়ে শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। মানুষের ভোটের কথা শুনলে শেখ হাসিনা আঁতকে ওঠেন।

কারণ এ দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেলে আওয়ামী লীগ ২০টি আসনও পাবে না। সেই প্রমাণ মিলেছে রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনে। রংপুরে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল শেষে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে রংপুর মহানগর ও জেলা বিএনপি।

বরকত উল্লাহ বুলু বলেন, যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, আগামীতে সারাদেশে আওয়ামী লীগের নৌকার জামানত বাজেয়াপ্ত হবে। এক সময় শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চেয়েছেন। এখন সেই শেখ হাসিনার সরকারই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করে।

তিনি অভিযোগ করে বলেন, গত এক মাসে সারাদেশে বিরোধী দলের ২৫ হাজারের বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একটা অগণতান্ত্রিক সরকারকে রক্ষা করতে পুলিশ বাহিনী যা করেছে এবং এখনো করে যাচ্ছে, তা ন্যাক্কারজনক।  

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগরের আহ্বায়ক সামসুজ্জামান সামু ও সদস্য সচিব মাহফুজ উন-নবী ডন প্রমুখ।

এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল সোয়া ৪টার দিকে নগরীতে দলীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে গণমিছিলটি ছালেক পেট্রোল পাম্প হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে ফের দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করনে তারা।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।