ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
নয়াপল্টনে খন্দকার মাহবুবের জানাজা অনুষ্ঠিত

ঢাকা: রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বেলা ১১টায় এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়া বিএনপির সমমনা দলগুলোর শীর্ষ নেতারা অংশ নেন।

জানাজার নামাজ শেষে দলীয় পতাকা দিয়ে মুড়িয়ে দেওয়া হয় মরহুমের কফিন। এর পর কফিনে দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, ডা. কাজী মনিরুজ্জামান মনির ঢাকা মহানগর বিএনপি উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

এছাড়া জানাজা নামাজে অংশ নেন এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার খন্দকার লুৎফর রহমান, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

মরহুম খন্দকার মাহবুব হোসনের আত্মার মাগফেরাত কামনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

সকালে প্রথম জনাজা হয় বসুন্ধরায় আবাসিক এলাকার মসজিদে, দ্বিতীয় জানাজা মীরপুরের খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে, তৃতীয় জানাজা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এরপর চতুর্থ জানাজা মালিবাগ চৌধুরীপাড়া মাটি মসজিদে অনুষ্ঠিত হয়।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শেষ জানাজার পর আজিমপুর কবরস্থানে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।