ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মাগুরায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

মাগুরা: মাগুরায় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল ১১টায় শহরের ইসলামপুর পাড়ায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

 

পরে জেলা ছাত্রদলের সভাপতি  আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সদর থানা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মাছুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা নাজমুল হাসান লিটন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুজ্জামান শামীমসহ অনেকে।

সভা শেষে বিএনপি কার্যালয় থেকে  একটি র‌্যালি বের করেন নেতাকর্মীরা। র‌্যালিটি শহরের পারন্দুয়ালী এলাকায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।