ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

কেক কেটে ময়মনসিংহ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
কেক কেটে ময়মনসিংহ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ময়মনসিংহ: ময়মনসিংহে কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ‍্য দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  
 
বুধবার (৪ জানুয়ারি) সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ‍্য দিয়ে দিবসটির আনু্ষ্ঠানিকতা শুরু হয়।

 

এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগ সভাপতি মো. আল আমিন।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও অংশ নেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওফেল আহমেদ অনি, যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাতসহ জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।