জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, তারেক রহমান ও ড. জোবাইদা রহমানের সম্পত্তিতে আপনাদের নজর কেন? অবৈধভাবে সম্পদ অর্জনের ধারায় সরকারের এ সব পদক্ষেপ। জিয়া পরিবারের উত্তরাধিকারী দেশ নায়ক তারেক রহমানের অস্তিত্ব এদেশে ৫৭ হাজার বর্গমাইল জুড়ে। দেশ নায়ক তারেক রহমান ও তার সহধর্মিণীর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশনা নিঃসন্দেহে হাস্যকর ও উদ্দেশ্য প্রণোদিত।
সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ মাফিয়া সরকারের যে কোন ষড়যন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজপথে রুখে দিবে।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এসএম