ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপির সরকার পদত্যাগ আন্দোলন ফ্লপ করেছে: মেনন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
বিএনপির সরকার পদত্যাগ আন্দোলন ফ্লপ করেছে: মেনন কথা বলছেন রাশেদ খান মেনন।

নীলফামারী: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, নির্বাচনী বছরে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বিরোধী দল বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি।

আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে।  

শনিবার (৭ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান মেনন এ কথা বলেন।

মেনন বলেন, বিদেশে পলাতক এক নেতার নির্দেশে জনগণ রাস্তায় নামবে, এমন আশা করা বাতুলতা ছাড়া কিছুই নয়। দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না।  

তিনি বিএনপির উদ্দেশে বলেন, যারা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন তারাই আগে নিজেদের দুর্নীতি-অপকর্ম মেরামত করুক।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে ও দলের পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হক্কানীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ১৪ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ ইয়াছিন আলী, নীলফামারী জেলা কমিটির সভাপতি তপন কুমার রায়, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।