ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

রাজনীতি

নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মিছিলটি নয়াপল্টন আনন্দভবন কমিউনিটি সেন্টারের সামনে থেকে বের হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে নাইটিংগেল মোড় হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

এর আগে রোববার বিকেলে নয়াপল্টন এলাকায় একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নেতাকর্মীরা।  

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিম।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।