ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

রাজনীতি

কোন দল কোথায় ‘গণঅবস্থান’ পালন করবে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
কোন দল কোথায় ‘গণঅবস্থান’ পালন করবে

ঢাকা: সারাদেশে আগামী ১১ জানুয়ারি ‘গণঅবস্থান’ কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো।

বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনসহ ১০ দফা দাবি এবং রাষ্ট্র মেরামতের ২৭ দফা সামনে নিয়ে গণমিছিলের পর এটা দ্বিতীয় কর্মসূচি।

ঢাকাসহ ১০টি বিভাগীয় (সাংগঠনিক বিভাগ) সদরে এই গণঅবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটও আলাদাভাবে এ কর্মসূচি একযোগে পালন করবে।

ঢাকা কোন দল কোথায় কর্মসূচি পালন করবে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করবে বিএনপি।  

এ সময় উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা।

একই সময় সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে। এছাড়া ১২ দলীয় জোট বিজয় নগর পানির ট্যাংকির সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন প্রীতম হোটেলের উল্টো দিকে এ কর্মসূচি পালন করবে।  

এলডিপি আলাদাভাবে কাওরান বাজার এফসিডি সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে, বাম গণতান্ত্রিক ঐক্য জোট জাতীয় প্রেস ক্লাবের সামনে (পূর্ব পাশে) গণঅবস্থান কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।