ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বিদ্যুতের অযৌক্তিক দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

ফরিদপুর: সরকারের বিদ্যুতের অযৌক্তিকভাবে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছে কমিউনিস্ট পার্টি।

এ দাবিতে রোববার (১৫ জানুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি।

এ সময় বক্তারা সরকারের অযৌক্তিকভাবে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। তারা সরকারের সমালোচনা করে বলেন, সরকারের নানামুখী দুর্নীতি ও লুটপাটের কারণে ঋণের বোঝা দিনদিন ভারি হচ্ছে। ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের ওপর দায়ভার চাপানোর জন্য বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে সরকার বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত তুলে না নিলে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন বলে হুশিয়ারি দেন তারা।

ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল ও মানিক মজুমদার।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।