ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জ যুবদলের সদস্য সচিব রনি জামিনে মুক্ত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
না.গঞ্জ যুবদলের সদস্য সচিব রনি জামিনে মুক্ত 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান।

বিদায়ী বছরের ৬ ডিসেম্বর রাতে দলের ঢাকার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সেদিন বিকেল থেকে নয়াপল্টনে নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেন রনি। সেখানে পল্টনেই সমাবেশ হবে দাবি করে তাদের নিয়ে নানা স্লোগান দেন তিনি।

জামিনে মুক্তি পেয়ে রনি বলেন, যেদিন এদেশের গণতন্ত্র মুক্তি পাবে, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাবে এবং আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবে সেদিনই জাতীয়তাবাদী শক্তির সৈনিকরা মুক্তির স্বাদ পাবে। দেশের মানুষ এখন দুঃশাসনে বন্দি। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে আমাদেরকে তারেক রহমানের নির্দেশমত আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে এবং আমাদের ভোটাধিকার আদায় করতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।