ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কিশোরগঞ্জে সিপিবির সমাবেশ-লাল পতাকা মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
কিশোরগঞ্জে সিপিবির সমাবেশ-লাল পতাকা মিছিল

কিশোরগঞ্জ: পল্টন ময়দানে নিহতদের স্মরণে, ভোট-ভাত, শিক্ষা, চিকিৎসাসহ কর্মসংস্থান সংগ্রাম জোরদার করার লক্ষ্যে কিশোরগঞ্জে সমাবেশ ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ১১টার দিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শহরের গৌরাঙ্গবাজার-রংমহল চত্বর থেকে লাল পতাকার মিছিল বের করা হয়।

পরে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংমহল চত্বরে এসে শেষ হয়।  

এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা সিপিবি সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ ও সৈয়দ নজরুল ইসলাম।

বক্তারা ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে কমিউনিস্ট পার্টির নিহতের স্মরণ করে শ্রদ্ধা জানান। পাশাপাশি ভোট-ভাত, শিক্ষা, চিকিৎসাসহ কর্মসংস্থান সংগ্রাম জোরদার করার অঙ্গীকার করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।