ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

রাজনীতি

খুলনা নগর ও জেলা যুবলীগ সভাপতি-সম্পাদক ঘোষণা মঞ্চেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
খুলনা নগর ও জেলা যুবলীগ সভাপতি-সম্পাদক ঘোষণা মঞ্চেই খুলনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন যুবলীগ নেতারা -বাংলানিউজ

খুলনা: আগামী ২৪ জানুয়ারি খুলনা  শহরেরর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত হবে জেলা ও মহানগর যুবলীগের সম্মেলন। সেই সম্মেলনের মঞ্চেই ঘোষণা হবে জেলা ও মহানগর যুবলীগের সর্বোচ্চ পদ সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম।

রোববার (২২ জানুয়ারি) দুপুরে খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম রফিক,  মৃণাল কান্তি জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, খুলনা জেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামাম জামাল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবু এমপি, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জহুরুল ইসলাম মিল্টন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামসুল আলম অনিক, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম আই আহম্মেদ সোহাগসহ কেন্দ্রীয়, খুলনা জেলা এবং মহানগর  আওয়ামী যুবলীগ নেতারা।

এ সময় তারা বলেন, যুবলীগের আসন্ন ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে নগর ও জেলায় সাজ সাজ রব বিরাজ করছে। আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) নগরীর শিববাড়ী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে।

সমাবেশের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। প্রধান অতিথি থাকবেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, খুলনা সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈনুল হোসেন খান। বিশেষ বক্তা থাকবেন যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ড. শামীম আল সোহাগ  নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করবেন খুলনা জেলা যুবলীগ সভাপতি মো. কামরুজ্জামান জামাল। সঞ্চালনায় থাকবেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২ , ২০২৩
এমআরএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।