ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

মুজিবনগর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
মুজিবনগর উপজেলা জামায়াতের আমিরসহ আটক ২

মেহেরপুর: নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠকের সময় মুজিবনগর উপজেলা জামায়াতের আমিরসহ দু’জনকে আটক করেছে থাপুলিশ।

সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ইয়ানত (চাঁদা) আদায়ের রশিদ, রেজিস্ট্রার খাতা ও ধর্মীয় বইসহ দলীয় বই জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে উপজেলা জামায়াতের আমির খাঁন জাহান আলী (৪০) ও গোপালনগর গ্রামের আজিল শেখের ছেলে জামায়াত নেতা হাবিবুর রহমান (৩৭)।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল
বলেন, গোপালনগর গ্রামের মোশাররফ হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিলেন জামায়াতের ২০/২৫ জন নেতাকর্মী। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় দু’জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় আটককৃত দু’জনসহ ২০/২২ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়েছে।  

আটক দু’জনকে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।