ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাড়া দেশের ভবিষ্যত নাই: গয়েশ্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাড়া দেশের ভবিষ্যত নাই: গয়েশ্বর

বরিশাল: যত তাড়াতাড়ি সম্ভব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা সংক্ষেপ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  

তিনি বলেছন, শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বিতাড়িত করা ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যত নাই।

ধারাবাহিকভাবে এখন কর্মসূচির পর কর্মসূচি আসবে। সেই কর্মসূচি হবে একদফার সুষ্ঠু ও অবাধ একটি নির্বাচনের জন্য। সেই নির্বাচনের পূর্ব শর্ত শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কখনও এদেশের মানুষ সুষ্ঠু নির্বাচন করতে পারবে না।

বুধবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের সদরোডস্থ অশ্বিনী কুমার হল চত্তরে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, সংবিধান পরিবর্তন করার কথাটা কোনো অপরাধ নয়। ১৯৭২ সালে আপনারা সংবিধান লিখেছেন আবার ৭৪ সালে আপনারাই চতুর্থ সংশোধনী করেছেন। তার মানে আপনারা নিজেরাই ৭২-এর সংবিধানে থাকেননি। আর এখন সংবিধান কাটাছেঁড়া করে, জোড়াতালি দিতে দিতে এখন দেখা যায় এটা বাংলাদেশের সংবিধান নেই। এটা আওয়ামীলীগকে ক্ষমতায় রাখার সংবিধান হয়ে গেছে।  

এসময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর রায় চন্দ্র রায় বলেন, গণসংযোগ করেন, জনগণের কাছে যান। জনগণের সঙ্গে কথা বলেন কিভাবে শেখ হাসিনাকে বিতাড়িত করবেন। নির্বাচন নিয়ে কোনো প্রস্তুতি বিএনপির প্রয়োজন নাই। শেখ হাসিনার পতনই হলো বিএনপির নির্বাচনের প্রস্তুতির ৯৯ ভাগ। এ একটা কাজ করতে পারলে বাংলাদেশের জনগণ ভোটকেন্দ্রে যাবেন। আর যাই হোকে নৌকায় ভোট দেবেন না।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো. শহিদ উল্লাহ।

বরিশাল মহানগর সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, এবায়েদুল হক চাঁন, প্রকৌশলী আব্দুস সোবহান, বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বরিশাল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ অহমেদ খান, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম তছলিম উদ্দিন, বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মসিউর রহমান মঞ্জু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব কামরুল ইসলাম, বরিশাল জেলা ছাত্রদল সভাপতি প্রকৌশলী মাহফুজুল হক মিঠু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০২৩
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।