ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শুভ, সম্পাদক সজিব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শুভ, সম্পাদক সজিব আব্দুল খালেক শুভ ও সিরাজুল ইসলাম খান সজিব

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এতে আব্দুল খালেক শুভকে সভাপতি ও সিরাজুল ইসলাম খান সজিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  

কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।  

আগামী ৩০ দিনের মধ্যে পাঁচ সদস্য অনুমোদন কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।