ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

৪ ফেব্রুয়ারির সমাবেশের জন্য দায়িত্ব বণ্টন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
৪ ফেব্রুয়ারির সমাবেশের জন্য দায়িত্ব বণ্টন

ঢাকা: আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরে কেন্দ্র ঘোষিত সমাবেশ সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, নেতাকর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত থাকবেন।

কুমিল্লায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন উপস্থিত থাকবেন।

রাজশাহীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু ও মো. শাহজাহান উপস্থিত থাকবেন।

খুলনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী উপস্থিত থাকবেন।

বরিশালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার উপস্থিত থাকবেন।

চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক উপস্থিত থাকবেন।

ময়মনসিংহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান ও যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ উপস্থিত থাকবেন।

সিলেটে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য তাহমিনা রূশদির লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির ও যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল উপস্থিত থাকবেন।

যুগপৎভাবে এই কর্মসূচি বিএনপির সমমনা সব জোট ও দল এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এমএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।