ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচন: ভোটগ্রহণ স্থগিতের দাবি নিখোঁজ আসিফের স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচন: ভোটগ্রহণ স্থগিতের দাবি নিখোঁজ আসিফের স্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে আশুগঞ্জে শ্রম কল্যাণ কেন্দ্রে ভোট দিতে আসেন নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা।

 

তিনি সাংবাদিকদের বলেন, এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটার ভোট দিতে আসলেও সরকারদলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। এই অবস্থায় ভোটগ্রহণ স্থগিতের দাবি করছি।

তিনি আরও বলেন, আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকারদলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল সবারই জানা।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে এখনো নিখোঁজ রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।