কিশোরগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও ভৈরব বাজারে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে সম্মেলনস্থলে হামলা, ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নেতৃত্ব দেন আল আমিন সৈকত। তার এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হওয়ায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে আল আমিন সৈকতকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
আরএ