ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

রাজশাহী: রাজশাহীতে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।  

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মলন থেকে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ১১ ফেব্রুয়ারির গণপদযাত্রার প্রস্তুতিমূলক সভায় পুলিশের বাধা ও অসদাচরণেরও অভিযোগ করা হয়।

রাজশাহী জেলা বিএনপির উদ্যোগে রাজশাহীর মালোপাড়ায় থাকা দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।  

এতে মূল বক্তব্য তুলে ধরেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, আগামী ৩ ডিসেম্বরের পর থেকে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানার সিনিয়র নেতারা- শাহীন শওকত, রাজশাহী মহানগরর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ও কুতুব উদ্দিন বাদশাসহ প্রায় ২৫০ থেকে ৩০০ জনের নামে বিস্ফোরকসহ অন্যান্য আইনে পাঁচটি মিথ্যা মামলা দায়ের করেছে পুলিশ। অথচ উল্লেখিত সময়ের পর থেকে এখন পর্যন্ত রাজশাহীতে কোনো বিস্ফোরণের ঘটনায়ই ঘটেনি। কোনো ধরনের অস্ত্রের মহড়াও বিএনপি নেতাকর্মীরা করেনি। তারপরেও শুধুমাত্র হয়রানি করার উদ্দেশে এই মামলাগুলো করা হয়েছে। বিএনপি নেতারা এগুলো বন্ধ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য রোকুনুজ্জামান আলম, আলী হোসেন, সদর উদ্দিন, রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তাফা মামুন, মোজাফ্ফর হোসেন ও সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।