ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

এ বিজয়ে উজ্জ্বল আগামীর সূচনা হল: জিএম কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এ বিজয়ে উজ্জ্বল আগামীর সূচনা হল: জিএম কাদের

ঢাকা: সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এ বিজয়ে উজ্জ্বল আগামীর সূচনা হল। ফুটবলের মাঠে বাংলার মেয়েরা অসাধারণ লড়াকু মনোভাব দেখিয়েছে। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে তারা শক্তিমত্তার সাক্ষর রেখেছে।  

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
এসএমএকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।