ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

কোনো অপশক্তিকে মাঠে নামতে দেওয়া হবে না: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
কোনো অপশক্তিকে মাঠে নামতে দেওয়া হবে না: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশে একটি খারাপ সময় আসছে। এই খারাপ সময়টা এতটা খারাপ সময় হবে সবার কল্পনার বাইরে।

গডফাদার বলেন- আর যাই বলেন আমরা এই গ্রুপটা মাঠে থাকবো। বিএনপি কেন, জামায়াত কেন কোনো অপশক্তিকে মাঠে নামতে দেবো না। যারা শেখ হাসিনাকে ছোবল দিতে আসবে তাদের মাফ করা হবে না।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাঁদমারি এলাকায় ভাষাসৈনিক আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত মফিজুল ইসলামের নবমতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদলসহ অন্যান্যরা।

শামীম ওমান বলেন, বিএনপি যে আন্দোলন করছে এ আন্দোলন নির্বাচনের জন্য করছে না। বিএনপির মধ্যে দুইটি গ্রুপ আছে একটি হলো খালেদা জিয়ার আরেকটি হলো ভাইয়া তারেক জিয়া গ্রুপ। তারেক জিয়া চায় একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করে এই নির্বাচন বন্ধ করতে। তারেক রহমান জানে ১৫১টি সিট না পেলে দেশে ফিরতে পারবে না। আন্তর্জাতিক জঙ্গিবাদীর সাথে বিএনপির তাদের যোগাযোগ আছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।