ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিক্ষাসহ দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে: নিক্সন চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
শিক্ষাসহ দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে: নিক্সন চৌধুরী মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী

ফরিদপুর: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষাসহ দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাই আগামীতেও এ সরকারকে ক্ষমতায় আনতে দেশপ্রেমী সব জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার ফজলুল হক পাইলট ইনস্টিটিউশনের দ্বিতীয় পুনর্মিলনী ও ৮৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী। তিনি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলের সদস্য।  

অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের সদস্য এখলাছ আলী ফকির, সদরপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান কাজী জাফর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।