ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ ঢাবিতে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
বিশ্ববিদ্যালয়-কলেজে শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদ ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ (ননী—মাসুদ)। রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাবির রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করেছে তারা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাবি শাখার সভাপতি চন্দ্রনাথ পাল প্রমুখ।

তারা বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) কিছুদিন ধরে নবীন শিক্ষার্থীদের ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন চলছে তা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতনের খণ্ডচিত্র মাত্র। এভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে আসছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধারাবাহিক ভাবে ঘটনাগুলো ঘটেই যাচ্ছে।

কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়—কলেজ ক্যাম্পাস এবং হল—হোষ্টেলে—ছাত্রাবাসে গণরুম—গেস্টরুম—হল—রুমে টর্চার সেল বা কারাগার তৈরি করে শিক্ষার্থীদেরশারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। সেই সঙ্গে অপরাধীদের কোনো সংগঠনের তকমা না দিয়ে শুধু অপরাধী হিসেবে চিহ্নিত করে আজীবনের জন্য ছাত্রত্ব বাতিলসহ ফৌজদারি মামলায় সম্পৃক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এসকেবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।