ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

বাগেরহাট: বাগেরহাটে নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির ৩০ নেতাকর্মীর মধ্যে ৬ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে পুলিশের রিমান্ড আবেদন না মঞ্জুর করে আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

 

বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বিলাল হোসেন এ আদেশ দেন।

গত ২৫ ফেব্রুয়ারি সকালে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামের মুনিগঞ্জ বাড়ি ও শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপির ৩০ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা কারাগারে রয়েছেন তারা।

এদিকে নেতাদের কারাগার থেকে আদালতে নিয়ে আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রিজন ভ্যানে থাকা নেতাদের প্রতি সমবেদনা প্রকাশ করেন কর্মীরা।

বিএনপির আইনজীবী মোশাররফ হোসেন মন্টু বলেন, পুলিশ আটক ৩০ নেতাকর্মীর মধ্যে ৬ জনের সাতদিনের রিমান্ড আবেদন করেছিল। আদালত রিমান্ড না মঞ্জুর করে কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, শাহেদ আলী রবিসহ ৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, মার্চ ২, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।