ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা নীরবকে তুলে নেওয়ার অভিযোগ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
বিএনপি নেতা নীরবকে তুলে নেওয়ার অভিযোগ  সাইফুল আলম নীরব। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম নীরবকে পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে দল।  

জানা গেছে, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো জানানো হয়নি।

শনিবার (৪ মার্চ) সোয়া তিনটায় নীরবকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মহানগর উত্তর যুবদলের সদস্য আমিনুল ইসলাম।

তিনি অভিযোগ করে বলেন, সম্পূর্ণ বেআইনিভাবে সাইফুল আলম নীরব ভাইকে তুলে নিয়ে যায় পুলিশ। তাকে এমন ভাবে আটকের জন্য নিন্দা ও প্রতিবাদ জানাই।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে পুলিশ আটক করেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে দলীয়ভাবে বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৩
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ