ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
সিদ্দিকবাজারে বিস্ফোরণ: বিচার বিভাগীয় তদন্ত চায় বিএনপি

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।

মঙ্গলবার (৭ মার্চ) উদ্ধারকাজ চলাকালে রাত ১০টায় ঘটনাস্থলে হাজির হয়ে এ কথা বলেন আব্দুস সালাম।

 সময় বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটছে। কেন ঘটছে, কারা ঘটাচ্ছে তার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হোক। একের পর এ মর্মান্তিক ঘটনা উদ্বেগজনক।  

তিনি আরো বলেন, এখানে পুলিশ আছে, র‌্যাব আছে, ফায়ার সার্ভিস আছে, সেনাবাহিনী আছে। তারা উদ্ধারকাজ চালাক। তাদের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে ঘটনার কারণ উদ্ঘাটন করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এমআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।