ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগ নেতাদের কোটি টাকার অবৈধ মার্কেট গুঁড়িয়ে দিল রেলওয়ে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
আ.লীগ নেতাদের কোটি টাকার অবৈধ মার্কেট গুঁড়িয়ে দিল রেলওয়ে 

লালমনিরহাট: লালমনিরহাটে আওয়ামী লীগ নেতাদের কোটি টাকার অবৈধ মার্কেট গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ।  

রোববার (১২ জানুয়ারি) দিনভর লালমনিরহাট শহরের বাণিজ্যিক এলাকা বিডিআর গেটের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বিভাগীয় রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক।

অভিযানে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পদক প্রয়াত জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীরের দখলে থাকা এসব মার্কেট ও ১৭টি ফলের দোকান উচ্ছেদ করা হয়।  

রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ ও স্থানীয়রা জানান, বিডিআর গেট লালমনিরহাট শহরের সবচেয়ে ব্যস্ত এলাকা। ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র খ্যাত এ এলাকার যানজন নিরসনে সড়কের পাশে কিছু জায়গা উন্মুক্ত রাখে রেলওয়ে। সেই উন্মুক্ত জায়গায় অবৈধভাবে গড়ে তোলা হয় মার্কেট প্লেস, দোকানপাট। পরে সেখানে ১/১১ এর সময় যৌথবাহিনী সবকিছু গুঁড়িয়ে দিয়ে দখলমুক্ত করে। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দলের প্রভাব খাটিয়ে রেলওয়ের সেই জায়গা দখলে নেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সেই সময়ের প্রচার সম্পদক জহুরুল হক মামুন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর। দখলকৃত জায়গা ভাগাভাগি করে সেখানে তারা বিশাল মার্কেট গড়ে তোলেন। জহুরুল হক মামুনের মৃত্যুর পর মার্কেটটি তার পরিবারের দখলে থাকে। সেই থেকে কয়েক দফায় অবৈধ স্থাপনা সড়াতে চিঠি পাঠায় রেলওয়ে। কিন্তু ক্ষমতার প্রভাবে অদৃশ্য শক্তির কবলে সেই চিঠি আর আলোর মুখ দেখেনি।  

অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান। এরপর নতুন রূপে সেই চিঠি আলোর মুখ দেখতে শুরু করে। যার ধারাবাহিকতায় রোববার দিনভর উচ্ছেদ অভিযান পরিচালনা করে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে। এতে আওয়ামী লীগ নেতাদের কোটি টাকার মার্কেটসহ উচ্ছেদ হয় সড়কের পাশে থাকা ১৭টি বিভিন্ন ফলের দোকান। এতে রেলওয়ের প্রায় এক একর জমি দখলমুক্ত হয়েছে।  

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। তারা অন্তর্বর্তী সরকার ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।