ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলি, প্রতিবাদে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
শিবপুর উপজেলা চেয়ারম্যানকে গুলি, প্রতিবাদে বিক্ষোভ

নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হারুনুর রশীদ খান সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠন।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে মিছিলটি বের হয়ে থানা রোড, উপজেলা পরিষদ রোড ও কলেজ গেট হয়ে পুনরায় বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির ও সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ. ম মাহবুবুল হাসান মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান ভুলু অ্যাডভোকেট খোরশেদ আলম।

এছাড়া আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, শিবপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা।

বক্তারা বলেন, হারুনুর রশিদখানের ওপর হামলা মানে আওয়ামী লীগের ওপর হামলা। তারা উপজেলা আওয়ামী লীগকে ধ্বংস করার নীলনকশা করেছিলো। কিন্তু তাদের এ চেষ্টা সফল হয়নি। শিবপুর উপজেলা আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। কোনো ষড়যন্ত্রই আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবে না। এ ন্যাক্কারজনক ঘটনার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

গত ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা  চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান। তিনজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাকে পরপর ২ রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। আহত হারুনুর রশিদ খান ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।