ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বিএনপি আগামী নির্বাচনে একটি আসনও পাবে না: শিখর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
বিএনপি আগামী নির্বাচনে একটি আসনও পাবে না: শিখর মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর

মাগুরা: মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, আসন্ন সংসদ নিবার্চনে বিএনপি একটি আসন পাওয়ার কোনো সম্ভবনা নেই। জনগণ বর্তমান সরকারের উন্নয়নকে স্মরণ রেখে আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।

শনিবার (১১ মার্চ) বিকেলে শহরের সেগুনবাগিচায় বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধী সব অপশক্তির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে সমাবেশ প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী।  

বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।