ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাবির ঘটনায় গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
রাবির ঘটনায় গণতন্ত্র মঞ্চের উদ্বেগ

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে অগ্নিসংযোগ এবং দুই শতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।  

রোববার (১২ মার্চ) সকাল ১১টায় ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’-এর প্রধান কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এই নিন্দা জানান তারা।

রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নেতারা বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি ঘটছে৷ হত্যা, ডাকাতি, ছিনতাই বেড়ে গেছে আশঙ্কাজনক ভাবে। চারদিকে আগুন জ্বলছে৷ সেই আগুন ছড়িয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়েও। স্থানীয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের ব্যর্থতা এবং অবহেলার কারণে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্রসহ দুই শতাধিক আহত হয়েছেন। আগুনে পুড়ে ছাই হয়েছে পুরো একটা এলাকার দোকানপাট। ব্যহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

তারা বলেন, এই সরকারের হাতে দেশের জনগণ নিরাপদ নয়, অর্থনীতি নিরাপদ নয়, শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়, মানুষের জানমাল নিরাপদ নয়। অবৈধ ফ্যাসিবাদী সরকার দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এই অবৈধ ভোট ডাকাত, অত্যাচারী সরকারকে পদত্যাগে বাধ্য করে অন্তর্বর্তীকালীন সরকার অধীনে নির্বাচন এবং সংবিধান সংস্কারের মাধ্যমে দেশ এবং দেশের জনগণকে এই ভয়াল পরিস্থিতি থেকে মুক্ত করতে হবে।

সভা থেকে আগামী ১৮ মার্চ সকাল ১১টায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দফায় দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও তিস্তার পানি প্রত্যাহার বন্ধে সরকারের ব্যর্থতার প্রতিবাদ ও গণতন্ত্র মঞ্চের ১৪ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু, নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এস এম এ কবীর হাসান ও সাকিব আনোয়ার, গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলন-এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমকে/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।