ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
শাহবাগে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ শনিবার

ঢাকা: নিত্যপণ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে শনিবার (১৮ মার্চ) বিকেল সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (১৭ মার্চ) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য এবং বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে, জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে শনিবার বিকেল সাড়ে তিনটায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতা-কর্মীরা বক্তব্য রাখবেন।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে এ সমাবেশ সফল করতে বাম জোটের শরীক দলসমূহের নেতাকর্মীদের এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
আরকেআর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ