ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মুজিবনগরে জামায়াতের রুকন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৪, মার্চ ২২, ২০২৩
মুজিবনগরে জামায়াতের রুকন গ্রেফতার রনি হোসেন

মেহেরপুর: দুইটি নাশকতা মামলাসহ চার মামলার আসামি জামায়াতের রুকন রনি হোসেনকে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।

রনি মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের জামাত আলীর ছেলে।


 
মঙ্গলবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা পুলিশের একটি টিম নাজিরাকোনা গ্রামে অভিযান চালিয়ে জামায়াতের এই ইউনিয়ন রুকনকে গ্রেফতার করে।

মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমারের নেতৃত্বে পুলিশের একটি টিম এ অভিযানে অংশ নেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার রনি তার নিজ এলাকার লোকজনকে জামায়াতে ইসলামের পক্ষে  সংগঠিত করে থাকেন। প্রতি মঙ্গলবার মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত এ কার্যক্রম চালিয়ে থাকেন তিনি। তার নামে আগে দুইটি নাশকতার মামলাসহ মোট চারটি মামলা বিচারাধীন আছে।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।