ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশটা কি একজনকে লিখে দেওয়া হয়েছে: রব

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
দেশটা কি একজনকে লিখে দেওয়া হয়েছে: রব জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব: ফাইল ফটো

ঢাকা: জেএসডি সভাপতি আ.স.ম আব্দুর রব বলেছেন, দেশে সবকিছুতে একটাই প্রতিধ্বনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু। দেশটা কি একজনকে লিখে দেওয়া হয়েছে।

কোথা থেকে পতাকা এসেছে, কীভাবে এলো।

বুধবার (২২ মার্চ) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন যারা যুবক তাদের যুদ্ধে যাওয়ার সময়। আর ঘরে থাকার সময় নেই। এ লড়াইয়ের না জিতলে মা-বোনরা ঘরে থাকতে পারবে না। এ লড়াইয়ের জেতার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভোটে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা যা বলে তা করে না।

সিংহাসন পড়ে থাকবে। আপনাদের (আওয়ামী লীগ) আর ক্ষমতায় যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
টিএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।