ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মে ৩, ২০২৩
কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হত্যার ঘটনায় মামলা জামাল হোসেন

কুমিল্লা: কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় মামলা হয়েছে।  

মঙ্গলবার (২ মে) মধ্যরাতে নয়জনকে এজাহারনামীয় ও আটজনকে অজ্ঞাত আসামি করে উদকান্দি থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পপি আক্তার।

 

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা।
তিনি বলেন, মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না।

এ কর্মকর্তা বলেন, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। আমাদের সঙ্গে অন্যান্য সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। গত রোববার রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে। তিনজন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলি করে হত্যা করেন।  

জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তিতাস উপজেলা বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে।  

এর আগেও তিতাস উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরে তিতাস এবং দাউদকান্দির গৌরিপুর বাজারে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, সবগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যোগসূত্র রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, মে ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।