ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
কুমিল্লায় আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা এনামুল হক

কুমিল্লা: কুমিল্লায় এনামুল হক (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।  

শুক্রবার (১৮ মে) দুপুরের দিকে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর গ্রামে  এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত এনামুল ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।  

সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল বলেন, জুমার নামাজ শেষে এনামুল বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে টেনে-হিঁচড়ে মসজিদের সামনে নিয়ে যায়। সেখানে দেয়ালের সঙ্গে চেপে ধরে তার গলায় ও ঘাড়ে ছুরি চালায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যায়। বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় এনামুলের মৃত্যু হয়।  

তিনি আরও জানান, স্থানীয় কিছু লোকের সঙ্গে এনামুলের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ঘটনার সূত্রপাত।  

কুমিল্লার ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল্লাহ আল-মামুন বলেন, এনামুলকে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। শুনেছি স্থানীয় কয়েকজনের সঙ্গে এনামুলের জায়গা-জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। এ ঘটনার পরেই তারা শুক্রবার তার ওপর হামলা চালায়। ঘাতকরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ