ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ.লীগের শান্তি সমাবেশে জনস্রোত

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আ.লীগের শান্তি সমাবেশে জনস্রোত আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে।

বুধবার (১২ জুলাই) বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সকাল থেকে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করে।

দুপুর নাগাদ সমাবেশ অনেকটাই পূর্ণ হয়ে যায়।

বেলা ২টার দিকে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, রাজধানীর জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। নেতাকর্মীরা ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।

নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য শামীম ওসমান, ডেমরা থানা, ভাটারা থানা, কদমতলী থানা, উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, উত্তরখান থানা আওয়ামী লীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী যোগ দিয়েছেন। আরও বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও আসছেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী এতে সভাপতিত্ব করবেন।

সমাবেশে যোগ দিয়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি বলেন, দেশের উন্নয়নের জোয়ারকে বাধাগ্রস্ত করতে বিএনপি জোট ষড়যন্ত্রে নেমেছে। তারই বিরুদ্ধে আজকের এ সমাবেশ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সঙ্গে স্বাধীনতা বিরোধী জোট জড়ো হয়েছে। এর বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ কাদের খান বলেন, বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলার জবাব দিতে আজকের কর্মসূচিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছে।

দফায় দফায় বৃষ্টিও নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে বাধা হয়ে দাঁড়ায়নি। অনেকে বৃষ্টিতে ভিজেই সমাবেশে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।