ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

সারা দেশে শান্তি-উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা আ. লীগের

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
সারা দেশে শান্তি-উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা আ. লীগের

ঢাকা: সারা দেশে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ।  

আগামী ১৮ জুলাই মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট এবং ১৯ জুলাই বুধবার রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের অন্তর্গত সব জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে এ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এসকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।