কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার অভিযোগে থানায় মামলা হয়েছে।
বুধবার (১৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাসের সুমন ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান পার্নেলসহ ১৯ জনের নাম উল্লেখ করা রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের রথখলা এলাকায় পদযাত্রাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধসহ বহু বিএনপির নেতাকর্মী আহত হন। এ ঘটনায় ১৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরএ