ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাপা

মাগুরা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনেই প্রার্থী দেবে। বিএনপি-আওয়ামী লীগ গত ৩৩ বছরে ঠিক করতে পারে নাই নির্বাচন কীভাবে হবে।

 

এসময় সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সেলিনা হাসানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত  মহাসচিব (খুলনা বিভাগ) শাহিদুর রহমান টেপা।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা জহিরুল হক জহির, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন আশরাফ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব খান রবিউল হক মিঠু, যুগ্ম আহ্বায়ক সিরাজুস সায়েফিন সাইফসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।