ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৬ জন ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৬ জন ঢামেকে

ঢাকা: রাজধানীর ধোলাইখালে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাসহ ছয়জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা ধোলাইখাল মোড়ে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়।

এরপর পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হয়।  

সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়লে এবং পুলিশ তাদের সরিয়ে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।  

আহতরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নাট্য বিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, কবি নজরুল কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির, কলাবাগান থানা ছাত্রদলের সভাপতি জাকিরুল আলম, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল আজিজ মাহমুদ ও বিএনপি কর্মী ওবায়দুল।

আহতরা জানান, তারা ধোলাইখালে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তখন পুলিশ তাদের বাধা দেয়। তারা দাবি করেন, এক পর্যায়ে পুলিশের শটগানের গুলি ও ইট পাটকেলের আঘাতে তারা আহত হন।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ধোলাইখালের সংঘর্ষের ঘটনায় কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দুপুর ১২টার পর থেকে একে একে হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।