ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

ওদের জন্ম হয়েছে পেছনের দরজা দিয়ে: সাচ্চু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
ওদের জন্ম হয়েছে পেছনের দরজা দিয়ে: সাচ্চু বক্তব্য রাখছেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেছেন, বিএনপি জানে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই। ওদের জন্ম হয়েছে পেছনের দরজা দিয়ে।

অশান্তি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে আবার ক্ষমতায় যেতে চায় তারা। সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথ থেকে তাদের ঝাটিয়ে বিদায় করব।

গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, আমরা নারায়ণগঞ্জের ২৭টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোতে সম্মেলন সম্পন্ন করেছি। যোগ্য নেতৃত্বই আসবে স্বেচ্ছাসেবক লীগে। আর পাঁচ মাস পর জাতীয় নির্বাচন। এ নারায়ণগঞ্জের মাটি নৌকার ঘাঁটি আওয়ামী লীগের ঘাঁটি। নারায়ণগঞ্জের মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এদেশের মানুষের ভোটের ভাতের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করেছে। এ এলাকার কোনো বদনাম নেই। এখানে কোনো চাঁদাবাজ নেই, ভূমিদস্যু নেই, মাদক সেবক ও বিক্রেতা নেই। স্বেচ্ছাসেবক লীগ তারাই করবে যারা ছাত্রলীগ নেতা, বঙ্গবন্ধুর সৈনিক। সামনে যুদ্ধ সংগ্রাম আসছে। তখন প্রমাণ পাওয়া যাবে কে বঙ্গবন্ধুর সৈনিক। প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক হতে হবে। দালালি করে ধান্দা করে পয়সা নেওয়া যাবে না।

সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের খানপুরে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের উদ্বোধকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সামনে আন্দোলন সংগ্রাম। বিএনপি পায়ে পাড়া দিয়ে হামলা করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা আজ থেকে আপনারা সজাগ থাকেন। যে নির্দেশনা আমরা দেবো তা পালন করতে হবে। বিএনপি-জামায়াত জানে নির্বাচন হলে এদেশের জনগণ তাদের ভোট দেবে না। প্রধানমন্ত্রী যেই উন্নয়ন করেছেন, একেবারে পাড়া ও মহলায় প্রান্তিক অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে। ভাতা, বাড়িঘর দেওয়া হচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল প্রমুখ। ”

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।