ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে নাশকতার মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
নড়াইলে নাশকতার মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেপ্তার  

নড়াইল: এক বছর আগের নাশকতার মামলায় জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

সোমবার (৩১ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর থানার কমলাপুর (ঘোষপুর) গ্রামের মো. মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মো. হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মো. ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের মো. সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মো. আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের নাজমুল ইসলাম (৪০), আউড়িয়া গ্রামের মো. ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মো. মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের মো. মুস্তাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মো. কুরবান মোল্যা (৪৫)।
 
পুলিশ জানায়, জেলা জামায়াতের নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেন তারা। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। ওই ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সদর থানায় নাশকতার মামলাটি দায়ের করে।
 
সদর থানার ওসি ওবায়দুর রহমান বাংলানিউজকে বলেন,  গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।