ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নুরের ওপর ছাত্রলীগের হামলা, তীব্র নিন্দা ছাত্র অধিকার পরিষদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
নুরের ওপর ছাত্রলীগের হামলা, তীব্র নিন্দা ছাত্র অধিকার পরিষদের

ঢাকা বিশ্ববিদ্যালয়: গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ।

ছাত্র অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আসাদ বিন রনি বলেন, আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুই গ্রুপে সংঘর্ষে মাদরাসাছাত্র রেজাউল করিম হত্যার বিচার এবং সুনামগঞ্জের হাওড় থেকে বুয়েট শিক্ষার্থীসহ ৩৪ জনকে আটক করার প্রতিবাদে তারা আজ কর্মসূচি ডাকেন।

নেতাকর্মীরা জড়ো হয়ে টিএসসিতে যান পূর্ব ঘোষিত সেই প্রতিবাদ কর্মসূচি পালনের জন্য। টিএসসিতে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে নুরুল হক নুরসহ অসংখ্য নেতাকর্মী আহত হন।

তিনি বলেন, আজকে আমাদের এই প্রতিবাদ কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে এই হামলার বিচার দাবি করছি।

বুধবার (২ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।  

ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়েছে।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, সহ-সভাপতি সাব্বির হোসাইন (২৬), সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, তিতুমীর কলেজ শাখার সভাপতি নেওয়াজ খান বাপ্পি, সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি কাওসার আলি, ঢাকা কলেজের রাকিব হাসান (২৮), বাঙলা কলেজ শাখার সেক্রেটারি আকাশ চৌধুরী (২২),  সাবেক ছাত্রনেতা আব্দুজ জাহেদ (২৫), সাদ শিকদার (২৫), রাজিব হোসেন (২৭), ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ (২২), ঢাকা মহানগর দক্ষিণ এর সহ-সভাপতি মেহেরাব মেহেদী (২৩), লালবাগ থানা ইউসুফ রায়হান (২৩) আহত হয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে টিএসসিতে পৌঁছালে পূর্বে অবস্থান নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে।  

গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন নেতার আহতের খবর নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।  

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকার একটি মারামারির ঘটনায় ৯ থেকে ১০ জনের মতো আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তবে তারা এখন শঙ্কামুক্ত। শোনা যাচ্ছে এই ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি নুর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেলে হাসপাতালে এখন পর্যন্ত আসেনি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ২, ২০২৩
এজেডএস/এসকেবি/এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।