ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদে সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৩
ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদে সমাবেশ

ঝালকাঠি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী জোবায়দা রহমানের বিরুদ্ধে আদালতের দেওয়া রায়ের প্রতিবাদে ঝালকাঠিতে সমাবেশ করেছে জেলা বিএনপি।  

শুক্রবার (৪ আগস্ট) সকালে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু।  

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন- নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।  

সমাবেশের পরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দিলে কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।