খাগড়াছড়ি: বিরাজমান রাজনৈতিক সংকট নিরসন ও রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার (৫ জুলাই) সকালে শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক মধু মঙ্গল চাকমা।
মানববন্ধনে সুজন সদস্যরা ছাড়াও ব্যবসায়ী, বুদ্ধিজীবী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন- বিশিষ্ট শিক্ষাবিদ মধুমঙ্গল চাকমা, সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক নির্মল দাশ, দুর্নীতি প্রতিরোধ কমিটি'র খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি বাবুল দেব, নারী নেত্রী নমিতা চাকমা, সাংবাদিক আজিম উল হক ও তমাল দাশ।
বক্তারা চলমান রাজনৈতিক অচলাবস্থার উত্তোরণে সংলাপ ও সমঝোতার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্থ হয় সাধারণ জনগণ। ভাঙচুর, জ্বালাও পোড়াও করে সমাধান আসবেনা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।
সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে রাজনৈতিক সংঘাত ও সরকারি প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের নিন্দা জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এডি/এসএম